Tuesday, 20 November 2012

How to mirror the system and boot partition (RAID1) in Windows Server 2003

This step-by-step article describes how to mirror the system and boot partition in Windows Server 2003. This scenario is based on the assumption that the system and boot files are located on disk 0 and that disk 1 is unallocated space.

Requirements

  • At least two hard-disk drives; IDE, small computer system interface (SCSI), or mixed architecture is permissible.
  • The second drive must be at least the size of the volume on which the operating system boot and system files reside to permit mirroring.
  • The Windows Server 2003 system and boot files must reside on the same volume to be mirrored.
Note The memory dump file is written only to the boot hard disk. Windows Server 2003 can continue to work with a mirrored system disk configuration even if one of the disks in the mirror is removed. However, the memory dump file cannot be written to the remaining system disk in the mirror. You must schedule a system restart for the memory dump file to be written to the remaining hard disk.

Set up the disk management system

  1. Click Start, point to Administrative Tools, and then click Computer Management to open the Computer Management console.
  2. Expand the Storage node.
  3. Click Disk Management.
  4. On the View menu, point to Top, and then click Disk List.

    In the right pane, the attributes of each disk in the system are displayed.
  5. On the View menu, point to Bottom, and then click Graphical View.

    At the bottom of the right pane, a color-coded graphical view of the disks on the system is displayed:
    • Disk description panel: The disk description panel (which is gray) is located to the left of the volume description, which is in color. The disk description contains information about each disk's disk number, whether its configuration is basic or dynamic, its size, and its online or offline status.
    • Volume description panel: The volume description panels are color-coded. They hold information about each volume, such as the drive letter (if assigned), whether the volume is allocated or unallocated, the partition or volume size, and the health status of the volume.

Upgrade to dynamic disks

RAID systems require dynamic disks in Windows Server 2003. Any disks that you are upgrading must contain at least 1 megabyte (MB) of free space at the end of the disk for the upgrade to succeed. Disk Management automatically reserves this free space when it creates partitions or volumes on a disk, but disks with partitions or volumes that are created by other operating systems may not have this free space available.

Note You must be logged on as an administrator or a member of the Administrators group to complete this procedure. If your computer is connected to a network, network policy settings may also prevent you from completing this procedure.

To upgrade a basic disk to a dynamic disk, follow these steps:
  1. Before you upgrade disks, quit any programs that are running on those disks.
  2. Right-click the gray disk description panel, and then click Upgrade to Dynamic Disk.
  3. If the second disk is not a dynamic disk, follow these steps to upgrade it to a dynamic disk.

Mirror the boot and system volume

In this scenario, disk 1 is the disk on which the image of disk 0 will be mirrored.

Note Partitions are referred to as volumes when the disks are dynamic.
  1. Disk 1 must be unallocated space before you can proceed with mirroring.
  2. Right-click disk 0 (which contains the boot and system files), and then click Add Mirror.
  3. A dialog box opens in which any disk on your system that is available for mirroring is displayed. Select the disk of your choice (in this example, it is disk 1), and then click Add Mirror.

    Both disk 0 and disk 1 will now have the same color code, the same drive letter, and the volumes will have the status note "Regenerating" displayed while the information is being copied from the first disk to the second disk. The system will automatically size the volume of the new mirror to the same size as that of the original boot and system volume.
  4. If you now want to boot from the new mirrored disk, you have to change the Boot.ini ARC path that points the computer to the partition in which the system files are located.

Troubleshooting

After you upgrade a basic disk to a dynamic disk, any existing partitions on the basic disk become (dynamic) simple volumes. You cannot change the dynamic volumes back to partitions.

A dynamic disk cannot contain partitions or logical drives, nor can it be accessed by MS-DOS or by any Windows operating systems other than Windows Server 2003.

Important Do not use a hardware RAID solution and a software RAID solution on the same disk.

Friday, 31 August 2012

make ping file

Open up Notepad

c:\windows\system32\ping 4.2.2.1 -t

or

Title title_name
Color 9F
ping 4.2.2.1 -t


or

ping 4.2.2.1 -t >>txt

or

@ECHO OFF

:LOOPSTART

time /T
ping google.com -n 3660


GOTO LOOPSTART

or

@echo off
title JMS Mail Server
time /T
color 9F
ping 103.5.232.196 -t

Then save this file as a .bat file. e.g. ping.bat



 0 = Black       8 = Gray
 1 = Blue        9 = Light Blue
 2 = Green       A = Light Green
 3 = Aqua        B = Light Aqua
 4 = Red         C = Light Red
 5 = Purple      D = Light Purple
 6 = Yellow      E = Light Yellow
 7 = White       F = Bright White

Wednesday, 18 July 2012

সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ সময়ে ব্যবসা, কর্মক্ষেত্রে এমনকি বাসাবাড়িতেও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে। এ অবস্থায় প্রযুক্তিপণ্য এনেছে বৈপ্লবিক সমাধান। নিরাপত্তায় অন্যতম সমাধান প্রযুক্তিপণ্য সিসিটিভি এবং ডিভিআর বা ডিজিটাল ভিডিও রেকর্ডিং।

অফিস, নির্মাণপ্রতিষ্ঠান সুবৃহৎ শপিংমল ছাড়াও বিদ্যালয়ে পর্যন্ত নিরাপত্তায় ব্যবহৃত হচ্ছে সিসিটিভি। সারা বিশ্বে এর গুরুত্ব ও ব্যবহার দিন দিন বাড়ছে। বাংলাদেশ এর ব্যতিক্রম নয়। সারা বিশ্বে যে কয়টি নামকরা সিসিটিভি ক্যামেরা বা ডিভিআর ব্রান্ড জনপ্রিয়তা পেয়েছে এর মধ্যে টেলিআই অন্যতম।

হংকংকেন্দ্রিক এ প্রতিষ্ঠান বাংলাদেশে সিসিটিভি পণ্য পরিবেশক আইসিএলয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে বাজারে টেলিআই পণ্যসেবা বাজারজাত করে আসছে। এ মুহূর্তে টেলিআই পণ্যের জনপ্রিয়তা এবং বাজার চাহিদার কথা চিন্তা করে টেলিআই বাংলাদেশে সরাসরি তাদের কার্যক্রম করার সিদ্ধান্ত নিয়েছে।

আনুষ্ঠানিক এ সূচনায় বক্তব্য রাখেন টেলিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ মাহমুদ। এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন ডক্টর ক্লিফ চ্যান।

জাভেদ মাহমুদ বলেন, দীর্ঘদিন থেকে আইসিইএল দেশে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্যসেবা সরবরাহ ও বিপণন করে আসছে। আর কারিগরি মানোন্নয়ন, বিক্রয় এবং বিপণনে সহযোগিতা করে আসছে টেলিআই গ্রুপ। সিঙ্গাপুর, ইংল্যান্ড, চীন, ফিলিপাইন, যুক্তরাষ্ট্র ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে আছে টেলিআইয়ের সেবা প্রতিষ্ঠান। নতুন এ যৌথ প্রয়াসে সিসিটিভি নিরাপত্তা ব্যবস্থা পদ্ধতি, বিক্রয় ও বিপণনে আরও নবগতি আসবে বলে তিনি দৃঢ় আশা ব্যক্ত করেন।

বাংলাদেশে টেলিআইয়ের যাত্রা প্রসঙ্গে ক্লিফ চ্যান বলেন, বাংলাদেশে টেলিআইয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। এতে পণ্য ও সেবার মান আরও সুনিশ্চিত হবে। এ ছাড়াও চ্যান টেলিআইয়ের পণ্যের বিভিন্ন কারিগরি দিক নিয়ে সুনির্দিষ্ট আলোচনা করেন।

টেলিআই প্রসঙ্গে ক্লিফ চ্যান বাংলানিউজকে বলেন, এ ব্র্যান্ডের মাধ্যমে এইচডি মানের সিসিটিভি আউটপুট পাওয়া যাবে। আর তা সংরক্ষণে জায়গাও কম খরচ হবে। সব মিলিয়ে এটি একটি সাশ্রয়ী প্যাকেজ।

বাংলাদেশ সময় ১৮৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১২

Wednesday, 4 July 2012

ফ্রীলান্স সাইট



অভিজ্ঞদের সাথে আলোচনার একটা বিষয় এটা হতে পারে। আপনি কিভাবে মার্কেট প্লেস চিনবেন। কোনটা আপনার জন্য ভাল হবে। কি কাজ আপনি করতে পারবেন আসব নিয়ে। লক্ষ করুন, সারা বিশ্বে অনেক রেপুটেড ফ্রীলান্স সাইট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য: oDesk.com, Freelancer.com, eLance.com,, vWorker.com ইত্যাদি। এদের সম্পর্কে আমার লিখা দৈনিক সমকালের ফিচার থেকে সংক্ষেপে কিছু লিখা দিলাম নিচে:
ফ্রীলান্সার.কম: নিউ সাউথ ওয়েলস, সিডনী-তে অবস্থিত ফ্রীলান্সার.কম সাইটটি গেট-এ-ফ্রীলান্সার.কম নামে যাত্রা শুরু করে ২০০৪ সালে। পরবর্তীতে ২০০৯ অস্ট্রেলিয়ান কোম্পানি Ignition Networks ৭ই মে ২০০৯ সালে গেট-এ-ফ্রীলান্সার.কম কে কিনে নেয় এবং সেই বছরের অক্টোবর মাসে সাইটটির নাম পরির্তন করেন নাম কর হয় বর্তমান ফ্রীলান্সার.কম। সাইটটির সিইও হিসেবে আছেন Matt Barrie. সাইটটিতে বর্তমানে ৩২, ৩৫,২২০ জনেরও বেশি সংখ্যক মানুষ ১৪,৮৭,৬৯৮টি প্রোজেক্টে কাজ করেছেন বায়ার এবং প্রোভাইডার হিসেবে এবং এই নিউজটি লিখার মুহুর্ত পর্যন্ত সর্বমোট অর্থ আয়ের পরিমান ১২,০৩,৯৩,৬০০ ডলার। সাইটটিতে আপনি একই সাথে কাজ করতে এবং আপনার কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারবেন। বর্তমানে সাইটটিতে আপনি ঘণ্টা ভিত্তিক এবং বরাদ্দকৃত(Fixed) মূল্য ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, সফটওয়্যার ডিজাইন, আপ্লিকেশন ডিজাইন সহ আর ২০০ এর উপরে বিভিন্ন ক্যাটাগরিতে অজস্র কাজ পাবেন। সাইটটির ঠিকানা: https://www.freelancer.com
ওডেস্ক.কম: ফ্রীলান্সার.কম এর মতো ওডেস্ক-ও বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ফ্রীলান্সিং মার্কেটপ্লেস। ২০০৩ সালে রেড সিটি, ক্যালিফোর্নিয়া-তে ওডেস্কের কার্যক্রম শুরু হয়। ওডেস্কের সিইও হিসেবে আছেন Thomas Layton. ওডেস্কেও কাজের ধরন ২টাঃ ঘণ্টা ভিত্তিক এবং বরাদ্দকৃত(Fixed) মূল্য। মূলত: ওডেস্কের থেকেই ফ্রীলান্সার.কম তাদের কর্মসূচীতে ঘণ্টা ভিত্তিক কাজ করানোর প্রক্রিয়া চালু করে। ওডেস্কেও আপনি বিভিন্ন বিভাগের আওতায় কয়েক লক্ষাধিক কাজ পাবেন। এখানে ঘণ্টা ভিত্তিক কাজের টাকা আপনি আপনার ওডেস্ক সফটওয়্যারের রেকর্ড অনুযায়ী কাজ শেষে পাবেন। তবে নির্ধারিত(ফিক্সড) মূল্যের কাজের টাকার পেমেন্ট গুলোর কোন গ্যারান্টি পাবেন না। সেটা আপনি প্রোজেক্ট এর বিড প্লেস করার আগেই জানানো হয়। উইকিপিডিয়ার তথ্যমতে সাইটটিতে এখন পর্যন্ত প্রায় ২,০০,০০০ এর বেশি বিভিন্ন দেশের মানুষ বায়ার এবং প্রোভাইডার হিসেবে কাজ করছেন। এই সাইটটিতেও আপনি একই সাথে কাজ করতে এবং আপনার কাজ অন্যদের দিয়ে করিয়ে নিতে পারবেন। সাইটটির ঠিকানা: https://www.odesk.com
ভিওয়ার্কার.কম: বর্তমান ভিওয়ার্কার.কম মূলত রেন্ট-এ-কোডার.কম এর নতুন সংস্করণ। ২০০১ সালে থাম্বা, ফ্লোরিডা-তে সিইও ইয়ার ইপলিটো এর হাত ধরে রেন্ট-এ-কোডার.কম(বর্তমান ভিওয়ার্কারের) যাত্রা শুরু হয়। সাইটটি মূলত যাত্রা শুরু করে Craigslist বিজ্ঞাপন জাতীয় কাজ দ্বারা। বর্তমানে এই ধরনের কাজের সাথে ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডাটাবেজ ডিজাইন সহ বিভিন্ন ক্যাটাগরিতে কয়েক লক্ষাধিক কাজের দেখা মিলে। সাইটটিতে বর্তমানে বায়ার এবং প্রোভাইডারের সংখ্যা মিলে দাঁড়ায় ৫,৩৩,০১০ জন। ফ্রীলান্সার এবং ওডেস্কের মতো এই সাইটটিতে আপনি একই সাথে বায়ার এবং প্রোভাইডারের ভূমিকা পালন করতে পারবেন না। দুটি ভূমিকায় কাজ করতে হলে আপনাকে অবশ্যই ২টি একাউন্ট থাকতে হবে। সাইটটির ঠিকানা: https://www.vworker.com

Thursday, 31 May 2012

Eudora configure

Default Backup File link
C:\Documents and Settings\Administrator\Application Data\Qualcomm\Eudora

For new mail setup
Tools---> options





Monday, 28 May 2012

What is E1?

Similar to the North American T-1, E1 is the European format for digital transmission.
E1 carries signals at 2 Mbps (32 channels at 64Kbps, with 2 channels reserved for signaling and controlling), versus the T1, which carries signals at 1.544 Mbps (24 channels at 64Kbps). E1 and T1 lines may be interconnected for international use.

Thursday, 10 May 2012

মনিটরেই দেখুন আপনার অবস্থানের মহাকাশকে

আমরা অনেকেই হইত জানি জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সফটওয়্যারগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্লানেটোরিয়াম জাতীয় সফটওয়্যার। আজ এরকম একটি প্লানেটোরিয়াম সফটওয়্যার সম্পর্কে আলোচনা করবো। এটি আপনার কম্পিউটারে একটি ভার্চুয়াল ত্রিমাত্রিক প্লানেটোরিয়াম তৈরী করবে। আপনি পৃথিবীর যেকোনো প্রান্তেই থাকেননা কেন এটি যে কোন সময়ে আপনার অবস্থানে আকাশের গ্রহ, নক্ষত্র, নক্ষত্রমন্ডলীর অবস্থান সম্পর্কে জানান দেবে। আপনাকে শুধু আপনার কো-অর্ডিনেট আর সময় নির্ধারণ করে দিতে হবে। হাতে টেলিস্কোপ নেই কিন্তু মনে হচ্ছে, ইস! মঙ্গলকে যদি আরো কাছে দেখা যেত! মাউসের হূইল স্ক্রোল করে শুধু মঙ্গলের পৃষ্ঠই নয় আপনি এমনকি ফেবোস ও ডিমোসকে(মঙ্গলের দুই উপগ্রহ)-ও দেখতে পারবেন। অনেক আনন্দদায়ক তাই না!

সফটওয়্যার পাওয়ার ঠিকানাঃ www.stellarium.org (ওয়েব পেজটির ডানে লিখা থাকা Operating System গুলোর মধ্যে আপনার Operating System এর নামের উপর ক্লিক করলেই Download শুরু হবে।)